উবার ( UBER ) কি? কি এর সুবিধা?
রাজধানী ঢাকায় চালু হলো অনলাইন ভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবার। এই সেবা গ্রহণের পদ্ধতিটি অত্যন্ত সহজ। গুগল অ্যাপস স্টোর থেকে উবারের অ্যাপটি ডাউনলোড করে ফোন নম্বর ও ইমেইল দিয়ে সাইনআপ করতে হবে। কোথাও যাওয়ার জন্য নিকটবর্তী চালককে অর্ডার করলেই কয়েক মিনিটের মধ্যে সামনে এসে হাজির হবে উবার ট্যাক্সি। গন্তব্যে পৌঁছার পর ভাড়া পরিশোধ করতে হবে।যুক্তরাষ্ট্রের এই বহুজাতিক অনলাইন ট্রাস্পপোর্ট নেটওয়ার্ক কোম্পানিটির সেবা এখন বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। কোম্পানির সদরদপ্তর ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে। একটি সাধারণ অ্যাপের মাধ্যমে যেকেউ তার স্মার্টফোন থেকেই ট্যাক্সি সার্ভিস নেয়ার সুবিধা দেয় তারা। অবশ্য উবারের নিজস্ব কোনো গাড়ি নেই। তারা শুধু মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করে।এখন আসি ফ্রী রাইড এর ব্যাপারে। যা দরকার একটি স্মার্ট ফোন (Android), একটি সচল সিম।
১. প্রথমে অ্যাপ টি Google Play Store থেকে নামিয়ে নিতে হবে।
ডাঊনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.ubercab&hl=en
২. এরপর একটি Account খুলতে হবে অ্যাপ এ মোবাইল নাম্বার দিয়ে ।মোবাইল এ কোড পাঠাবে তা দিয়ে ভেরিফাই করলে হবে।
৩. এর পর অ্যাপ মেনু থেকে 'Payment' অপশন এ গিয়ে প্রমো কোড অ্যাড করে নিলে ২৫০ টাকার একটি ফ্রি রাইড পাওয়া যাবে। লাগলে আমার এই প্রমো কোড টা ব্যবহার করতে পারবে chowdhurym22ue অথবা এই লিঙ্ক থেকে সাইন আপ করতে পারেন।
https://www.uber.com/invite/chowdhurym22ue
৪. কাজ শেষ। এখন ফ্রি রাইড এর জন্য আপনি রেডি । গন্তব্য এর কোথা থেকে যাবেন দিয়ে চলে যান। :Pকিছু কথাঃ
২৫০ টাকার বেশি আসলে সেটা নিজের থেকে দিতে হবে। এজন্য রাইড এর আগেই দেখাবে কত থেকে আসতে পারে। প্রতি কিলো মিটার ২১ টাকা । ওয়েটিং ৩ টাকা। বেস ফেয়ার ৫০ টাকা। এই ভাবে হিসাব হয়।
প্রমো রাইড এর Validity ৯০ দিন পর্যন্ত থাকবে। তাই এখন নিয়ে রাখতে পারেন। ৩ মাসের মধ্যে প্রয়োজন মতে একদিন ফ্রি রাইড নিয়ে নিলেন। ধন্যবাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন